Posted in কিভাবে কিভাবে যেন লিখে ফেললাম, ভালো লাগা, ভালোবাসা

ভালোবাসা দিবসের অনুকাব্য


অনুকথন: মুক্তপ্রযুক্তির প্রসারে দেশের আনাচে-কানাচে ছোটাছুটি করা, ব্যক্তিজীবনের ব্যস্ততা, শারীরিক বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে জীবনটাকে টেনে নেয়া এসব মিলিয়ে ২০১৩ইং সালে এই লেখাটার পর আর কিছুই লেখা হয়নি আমার ব্লগটায়। আজকের এই বিশেষ দিবসকে উদ্দেশ্য করে মননের ছন্দপ্রেমিক পোকাটা নিউরনে আবারো কুটকুট করে কামড়াতে শুরু করে আর পুটপুট পুটপুট করে কী-বোর্ডের বোতামগুলোর উপর আঙ্গুল চালিয়ে দিয়ে নিচের লেখাটুকু ঝেড়ে দিলাম। 🙂

মনের টানেতে
কারনে কিবা অকারনে
কাছে টানি তোমায়।
ভুল বুঝে, রাগেতে
ইচ্ছেয় কিবা অনিচ্ছায়
দূরে রাখা বড় দায়।

চোখের পলকে, ঠোঁটের দোলকে
কত না কথার ফুলঝুড়ি
হালকা ছোঁয়াতে, শিহরিত মনেতে
আনন্দের ছড়াছড়ি।

ভালোবাসা দিবসেই শুধু
ভালোবাসি বলি কেন
সারাবেলা সারাক্ষন
অধরারেই ধরি, যেনো।