Posted in দেশ ও জাতির প্রতি দ্বায়বদ্ধতা

আজ আর আগামীর জন্য করা কিছু কাজ

৩৯ বছর আগের করা ভুলের জন্য মাশুল দিতে হচ্ছে দেশের বর্তমান প্রজন্মকে পদে পদে। দেশের স্বাধীনতার শত্রুদের নানামুখী চক্রান্তে দেশের শিক্ষা ব্যবস্থায় আজ ক্রান্তিকাল উপস্থিত। শিক্ষা ব্যবস্থায় সৃষ্টি করা এই কৃত্রিম সংকটকে আমার মতো ছোট একজন মানুষ হয়তো কোনদিনই পরিবর্তন করতে পারবো না। কিন্তু মনের মধ্যে থাকা ক্ষোভ প্রকাশ আর অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হবার জন্য আমার মতো ছোট আর মামুলি একজন নাগরিক কিইবা করার আছে। তাই আমার সাধ্যে কুলায় এমনই কিছু করার চেষ্টা করলাম সংস্কৃতি অঙ্গনে সাহায্যে। পথনাটক ‘কারখানা’ কে অবলম্বন করে চেষ্টা করলাম দেশদ্রোহীদের মুখোশ উন্মোচনে। দেশের জনগনের কাছে সরাসরি মনের ভাব প্রকাশ করার জন্য এর চেয়ে ভালো আর কোন পথ আমার কাছে ছিলো না। গত ১৩ই মার্চ সন্ধ্যা ৭টা ৪০মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আর ১৪ই মার্চ রাত ৮টা ১৫মিনিটে রবীন্দ্র সরোবরে মঞ্চস্থ করা হলো আমাদের দল “তীরন্দাজ” থেকে পথনাটক “কারখানা”। বিশিষ্ট নাট্যকার, নির্দেশক মান্নান হীরার মূলভাবনা, নাট্যরূপ আর নির্দেশনায় এই নাটকে ফুটে উঠেছে স্বাধীনতার বিরোধী শক্তির আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থার মূল কারখানাসমূহ বা বিশ্ববিদ্যালয় সমূহে সাম্প্রতিক সময়ে ষড়যন্ত্রের বাস্তবচিত্র।

আরো ছবি দেখতে হলে