Posted in খেয়াল করুন, জেনে রাখুন, দেশ ও জাতির প্রতি দ্বায়বদ্ধতা, ভালো লাগা, ভালোবাসা

বাঁচতে হলে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে (পর্ব – ৬)


তারিখ: ১৬ই-ফেব্রুয়ারী-২০১২ইং

অন্তরের অন্তঃস্থল থেকে “উইন্ডোজ” অপারেটিং সিস্টেম কে আমি “খিড়কী” বা “জানালা” নামে ডাকতেই স্বাচ্ছ্যন্দবোধ করি। আমার এ লেখায়ও তার ব্যতিক্রম ঘটেনি। ব্যক্তিগতভাবে কেউ যদি লেখাটা পড়ে আহত হোন বা কষ্ট পেয়ে থাকেন তো সেইজন্যে আমি আন্তরিকভাবেই দুঃখিত। কিন্তু করার ও তো কিছু নেই। আমার লেখায় যদি আমিই শান্তি না পাই তো লিখবো কি করে‍‍? এই কাজটুকু করাই হতো না যদি না “প্রজন্ম ফোরাম” আর “উবুন্টু বাংলাদেশ” এর মেইলিং লিস্টে কিছু মানুষের ভুল ধারনা কে ভেঙ্গে দিতে কিছু কঠিন মন্তব্য না করতাম আর সেখানে আমাদের গৌতম দা আমাকে এই বিষয়ে বিশদভাবে লেখার জন্য উৎসাহ না দিতেন। গৌতম রয় কে অসংখ্য ধন্যবাদ আমার ভেতরের আমি কে টেনে-হেঁচড়ে বের করে নিয়ে আসবার জন্য।

বিশেষ দ্রষ্টব্যঃ এই লেখাটি আমি পর্ব আকারে বিগত ২৯শে ডিসেম্বর থেকে পরবর্তী প্রতিটি সপ্তাহের বৃহস্পতিবার দিবাগত রাতে প্রকাশ করে আসছিলাম। হৃদযন্ত্রে গোলোযোগ আর মস্তিষ্কের জমাট বেঁধে থাকা রক্তের কারনে শারীরিকভাবে কিছুটা দূর্বল থাকায় কিছু পর্বের লেখা, আমি পূর্বের স্বনির্ধারিত সূচী অনুযায়ী প্রকাশ করতে পারিনি। বর্তমান অবস্থাও ততটা সুখকর নয়, তবুও চেষ্টা করবো ইনশাল্লাহ লেখার বাকী পর্বগুলো অতিশীঘ্রই প্রকাশ করতে। আজ প্রকাশিত হলো লেখার ষষ্ঠ পর্ব। অষ্টম পর্বে লেখার উপসংহার প্রকাশ করার ইচ্ছে রয়েছে। আপনার আগ্রহ থাকলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পর্বের লেখাগুলো একটু সময় করে পড়ে নিতে পারেন।

আজকের লেখায় আমি, মাইক্রোসফট কর্তৃক ৬। ডিজিটাল রেষ্ট্রিকশন ব্যবস্থাপনার বলপূর্বক প্রয়োগ (Enforcing DRM) নিয়ে যথা সম্ভব সহজ এবং বোধগম্য ভাষায় কিছু বিষয় সকল প্রযুক্তিপ্রেমিক আর প্রযুক্তি পন্যের ব্যবহারকারীদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি। আশা রাখি আজকের এ পর্বের লেখার মাধ্যমে কিছু বিষয়ে আপনাদের মনে সচেতনতা সৃষ্টি করতে পারবো এবং সেটা চিরস্থায়ী রূপে আগামীতে প্রযুক্তি জীবনের পথ চলায় আপনার পাথেয় হবে।

প্রযুক্তির দুনিয়ায় “ডিজিটালাইজেশন বা ডিজিটাল ইজি লাইফ” কি? আপনার পরিচিত/আপনজন/পাড়া প্রতিবেশীদের ছোট্ট শিশুদের সাথে নিশ্চয়ই আপনার সখ্যতা আছে? কিংবা যদি এভাবে বলি যে পাড়ার ছোট্ট শিশুরা আপনাকে খুবই ভালোবাসে কিংবা আপনি তাঁদেরকে খুবই পছন্দ করেন তো বিষয়টা কি খুব খারাপ বলা হয়? নিশ্চয়ই না। ঠিক তেমনি আপনার বাসার টেলিভিশন কিংবা ক্যাবল চ্যানেলে আপনার পছন্দের অনুষ্ঠানটি যদি আপনি চান যে রেকর্ড করে রাখবেন পরবর্তীতে সময়-সুযোগ করে আরামসে দেখবেন বলে সেইটাও যৌক্তিক। আর যদি এই দুটো কাজ — ১. ছোট্ট শিশুদের ভালোবাসা পাওয়া কিংবা দেয়া এবং ২. আপনার পছন্দের কোন কাজ আপনার মতো করে করতে পারা, এগুলো হলো আপনার নৈতিক অধিকার এবং সেটাকে যদি প্রযুক্তির ভাষায় অনুবাদ করি তো, ১. ছোট্ট শিশুদের ভালোবাসা পাওয়া কিংবা দেয়া == আপনার যে কোন প্রযুক্তি পন্যকে নিজ পছন্দ মতো ব্যবহার করতে পারা এবং ২. আপনার পছন্দের কোন কাজ আপনার মতো করে করতে পারা == আপনার কেনা প্রযুক্তিপন্য মেনে চলবে আপনার নির্দেশনা হিসেবে লেখা যেতে পারে। তখন এঁকে বলা হবে “ডিজিটালাইজড ইজি লাইফ” বা “প্রযুক্তির ব্যবহারে আনন্দময়/সহজ জীবন”।

প্রযুক্তির দুনিয়ায় “ডিজিটাল রেষ্ট্রিকশন ব্যবস্থাপনা” কি? কড়া তামাকের গন্ধ যদি হুট করে নাকে এসে লাগে তো নাক ও চোখের ভ্রু যেমনি স্বয়ংক্রিয়ভাবেই কুঁচকে যায় ঠিক তেমনি একটা দশা হয় আমার এই প্রশ্নটার মুখোমুখি হলেই। অতি সহজে যদি বলি তো উপরোক্ত আপনার নৈতিক অধিকারগুলো যদি অনৈতিকভাবে কেড়ে নেয়া / বঞ্চিত করা হয় তো সেটাই “ডিজিটাল রেষ্ট্রিকশন ব্যবস্থাপনা” বা Digital Restriction Management (DRM). এবারে একটু ব্যাখ্যা করি। আপনার পছন্দ ছোট্ট শিশুদের সাথে সময় কাটানো, আর সেক্ষেত্রে যদি সেই শিশু/দের কে আপনার কাছে থেকে দূরে সরিয়ে দেয় সেই শিশুর অভিভাবক/আপনার অভিভাবক/অন্য কেউ তো সেটা আপনার মতে কতটা বিরূপ প্রতিক্রিয়া ফেলবে একবার ভাবুন তো? আবার যদি আপনার পছন্দের টেলিভিশন অনুষ্ঠানটা সময়ের অভাবে দেখতে না পারেন কিংবা সেটুকু পুষিয়ে নিতে আপনি যদি রেকর্ড করার সুবিধাটুকু সুলভ হবার পরেও ব্যবহার করতে না পারেন তো বিষয়টা কেমন হবে?

দুটো পরিস্থতিতেই আপনি আপনার অধিকার হারাবেন কিন্তু প্রতিরোধে আপনার কিছুই করার থাকবে না। এবং এই সুযোগে কেউ যদি আপনাকে বিভিন্ন প্রলোভন দেখায় / আপনাকে এই সুবিধা পাইয়ে দেবার বিনিময়ে অনৈতিক কিছু সুবিধা দাবী করে তো সেটা দিতেও আপনি মানসিকভাবে প্রস্তুত থাকবেন।

কিভাবে “ডিজিটাল রেষ্ট্রিকশন ব্যবস্থাপনা”র বলপূর্বক প্রয়োগ করা হচ্ছে? উপরের যতটুকু আলোচনা করলাম তাতে নিশ্চয়ই বিষয়টা এতক্ষনে আপনার মাথায় কুটকুট করে কামড়াচ্ছে আর সন্দেহ জাগছে যে এতগুলো দিনে আপনি কিভাবে প্রতারনা/প্রলোভনের নির্মম শিকার হয়ে এসেছেন। যদি তারপরেও নিজের মগজের তালা না খুলে থাকে তো জেনে নিন — মাইক্রোসফট তাঁর খিড়কী সিস্টেমের মিডিয়া সেন্টার ব্যবহারকারীদেরকে এনবিসি (NBC) টেলিভিশনের যে কোন অনুষ্ঠানই রেকর্ড করতে বাধা দিয়ে থাকে। এবং এই নিয়ে আইনগত মোকাবিলায় সে ভুলভাবে এফসিসি’র নিয়মের উপস্থাপন করে। পেছনের কারনটা ছিলো অবশ্য এনবিসি টেলিভিশনের সাথে মাইক্রোসফটের একটি গোপন চুক্তি যার মাধ্যমে এনবিসি’র অনুষ্ঠান রেকর্ডিংয়ে বাধা দানের মাধ্যমে মাইক্রোসফট একটা বিরাট অংকের মুনাফা লাভ করছিলো। অবশ্য মাইক্রোসফটের এই চক্রান্ত পরবর্তীতে আদালতে নস্যাৎ হয় এবং আদালত ব্যবহারকারীর অধিকার হরনে এফসিসি’র কোন এখতিয়ার নেই বলে মত দেন। এই ঘটনার বিস্তারিত জানতে চাইলে পড়ে নিন — http://gizmodo.com/391642/microsoft-will-totally-bork-your-media-center-dvr-if-nbc-or-anyone-asks-it-to

মাইক্রোসফটের আরেকটি ধোঁকাবাজি বা ফাঁকি দেয়া সেবা হলো মিউজিক স্টোর এবং এখানেও সেই সাধারন ব্যবহারকারীদের অধিকার অনৈতিকভাবে হরনের মনোলোভা পন্থা। আপনি যদি — http://www.pcpro.co.uk/news/245859/q-a-microsoft-defends-return-to-drm এখান থেকে একটু পড়ে নেন তো জেনে যাবেন যে মাইক্রোসফটের এই সার্ভিসটার উদ্দেশ্যই ছিলো কিভাবে সহজে একজন ব্যবহারকারীকে বোকা বানানো সম্ভব। উন্নত বিশ্বে এবং বর্তমানে আমাদের এই অর্থনৈতিকভাবে দূর্বল দেশগুলোতেও একজন মুঠোফোনের ব্যবহারকারী সাধারনত প্রতি ছয় মাস অন্তরই হ্যান্ডসেট পাল্টে থাকেন। আর ঠিক এই সুযোগটা নিতেই মাইক্রোসফট এই সেবার নামে ধোঁকাবাজি চালু করে এবং এমন একটা ব্যবস্থা করে রাখে যেনো একটা হ্যান্ডসেটের মাধ্যমে ডাউনলোড করা সংগীত অন্য আরেকটি হ্যান্ডসেটে চলতে না পারে। তারমানে একই গান আপনাকে হয় প্রতিবার হ্যান্ডসেট পাল্টে ফেলার সাথে সাথেই পুনরায় ডাউনলোড করতে হবে অথবা সেই গানটাকে চিরতরে হারাতে হবে। অন্যথায় আপনি চাইলেও আপনার পছন্দের একটা গানের কাছে আটকে থেকে আপনার হ্যান্ডসেট ব্যবহার অনুপযোগী হবার পরেও পরিবর্তন করতে পারবেন না।

এই জোরজবরদস্তি যে শুধু মাইক্রোসফট সাধারন ব্যবহারকারীদের সাথেই করেছে এমনটা নয়। ওঁর নিজের তৈরী জুন প্লেয়ার (Zune Player) টিতেও সে এমন ব্যবস্থা করে রাখে যেনো সেটা মাইক্রোসফটের অনুমোদনবিহীন কোন সাইট থেকে গান/সংগীত নামিয়ে চালাতে না পারে। ফলে এমটিভি’র মতো প্রতিষ্ঠানকেও বাধ্য করা হয় মাইক্রোসফটের সাথে চুক্তিতে আসতে যেনো তাঁদের গান/মিউজিক ভিডিও জুন প্লেয়ারে চলতে পারে। আরো বিস্তারিত জানতে ঘুরে আসুন — http://www.eff.org/deeplinks/2006/09/microsofts-zune-wont-play-protected-windows-media

মাইক্রোসফট তাঁর জুন প্লেয়ারে ভাইরাল ডিআরএম (Viral DRM) নামক একটা প্রযুক্তি ব্যবহার করে। ফলে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে যেসব মিডিয়া রিলিজ বা উন্মুক্ত করা হয়েছে সেগুলো যদিও সর্বসাধারনের সাথে শেয়ারযোগ্য তবুও জুন এবং মাইক্রোসফটের মিডিয়া ডিকোডার কপিরাইটেড করে নেয়, যেটা ক্রিয়েটিভ কমন্স চুক্তি/নীতির সম্পূর্ন লংঘন। ফলে আপনি চাইলেও আপনার কোন সৃষ্টিকে আর উন্মুক্ত করে দিতে পারবেন না যদি আপনি চান যে সেটা উইন্ডোজের মিডিয়া সার্ভারে স্ট্রিমিং কিংবা জুন প্লেয়ারে শোনাবার উপাযোগী করা হোক। আরো বিস্তারিত পাবেন — http://www.gearsandwidgets.com/2006/09/15/zunes-viral-drm-wraps-your-personal-content-in-microsoft-drm/

বিএমজি (BMG) মিউজিকের সাথে যৌথচুক্তিতে এসে মাইক্রোসফট রুটকিট (Rootkit) নামক ডিআরএম বা “ডিজিটাল রেষ্ট্রিকশন ব্যবস্থাপনা”র বলপূর্বক প্রয়োগ করে অডিও সিডি সমূহে। ফলে যদিও সিডিগুলো কপি করা থেকে রহিত করা সম্ভব হয় তবুও তাতে করে সিস্টেমে ঝুঁকিপূর্ন সফটওয়্যারের অবৈধ ইন্সটলেশন ও অনিয়ন্ত্রিত ব্যবহারের পথটাও উন্মুক্ত হয়। কেননা রুটকিট প্রযুক্তির ব্যবহার করে বহিরাগত কোন ব্যবহারকারী বা প্রতিষ্ঠান আপনার সিস্টমের নিয়ন্ত্রন আপনার কাছ থেকে নিয়ে নিতে পারে। যার অর্থই হলো আপনার নিজস্ব জীবনাচরনের উপরে অনৈতিক হস্তক্ষেপ। আর জানতে পড়তে পারেন — http://www.f-secure.com/weblog/#00000691

এই যে ঘটনাগুলোর উল্লেখ করলাম সেগুলো যে ঘটেছে এবং ঘটছে তাঁর প্রমান আপনি অনলাইনে ঢুঁ মারলেই পেয়ে যাবেন। এগুলো কি অনৈতিকভাবে আপনার স্বাধীনতা বা পছন্দ-অপছন্দের উপরে হস্তক্ষেপ করা নয়? এগুলো কে কি এখনো আপনি স্বাভাবিক ঘটনা হিসেবেই নেবেন। নাকি একজন সচেতন প্রযুক্তি ব্যবহারকারী হিসেবে বলবেন — “ডিজিটাল রেষ্ট্রিকশন ব্যবস্থাপনা”র বলপূর্বক প্রয়োগ

বদ্ধ ঘরের এই তালা ভাঙবার উপায় কি? এগুলোকে প্রতিরোধ করতে হলে আপনাকে নিজেকেই নিজেকে জাগ্রত রাখতে হবে, পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। প্রযুক্তির দুনিয়ায় ঝিমিয়ে বা ঘুমিয়ে থাকার কোন অবকাশ নেই। যদি সেটা করেন তো নিজেই নিজের বিপদ ডেকে আনবেন। আপনাকেই ঠিক করতে হবে যে আপনার কি করনীয়। মুক্ত প্রযুক্তির দুনিয়ায় বিচরনে অভ্যস্ত হতে হবে। স্বাধীনভাবে সবাই বাঁচতে শেখে না (উদাহরন স্বরুপ বলা যেতে পারে বাবুই আর চড়ুই পাখির জীবনধারন)। যদি আপনি প্রযুক্তির জগতে বন্ধন মুক্ত জীবন পেতে চান তো স্বাধীন আপনাকেই হতে হবে, কেউ এসে করে দিয়ে যাবে না। বর্তমানে সুলভ সুবিধায় কিঞ্চিৎ ছাড়, কিঞ্চিৎ অতিরিক্ত শ্রম আর সুদৃঢ় মনোবলই পারবে প্রযুক্তির দুনিয়ায় আপনাকে মুক্ত ও স্বাধীন করতে আর সেই স্বাধীনতা সুরক্ষা করতে। আমি যে এই ছয়টি পর্ব ধরে লেখার মাধ্যমে চিল্লা-ফাল্লা করেই যাচ্ছি তাঁর প্রধান কারন একটাই – “মুক্তি” বা “স্বাধীনতা”। যদি নিজের প্রযুক্তির জীবনকে স্বাধীন রাখতে চান তো আজই “খিড়কী”র দুনিয়া ছেড়ে বেরিয়ে আসুন “উন্মুক্ত প্রযুক্তির, মুক্ত দুনিয়ায়”।

আমি নিজে এই “স্বাধীনতা”র স্বাদ পেয়েছি আর তাতে বেশ স্বাচ্ছ্যন্দে আর আনন্দেই আছি। এখন নিজের অর্জিত জ্ঞানটুকু দিয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে আপনাদেরকেও আহবান করছি “উন্মুক্ত প্রযুক্তির দুনিয়ায়”। এই ডাকে সাড়া দেয়া বা না দেয়া সম্পূর্নই আপনার বিবেচনা। তবে হ্যাঁ আগামীতে আর কখনোই একথা বলতে পারবেন না যে —

“স্বাধীনতার আহ্বান কেউ করেনি, বাড়ায়নিকো হাত,
কপাল খুঁটে মরতে হলো, ছিলো লিখন ললাট।”

বাঁচতে হলে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে (পর্ব – ৭) প্রকাশিত হবে আগামী ২৭শে ফেব্রুয়ারী ২০১২ইং, সোমবার রাত্রে।

বাঁচতে হলে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে (পর্ব – ১) প্রকাশিত হয়েছিলো বিগত ২৯শে ডিসেম্বর ২০১১ইং, বৃহস্পতিবার রাত্রে।
বাঁচতে হলে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে (পর্ব – ২) প্রকাশিত হয়েছিলো বিগত ৫ই জানুয়ারী ২০১২ইং, বৃহস্পতিবার রাত্রে।
বাঁচতে হলে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে (পর্ব – ৩) প্রকাশিত হয়েছিলো বিগত ১২ই জানুয়ারী ২০১২ইং, বৃহস্পতিবার রাত্রে।
বাঁচতে হলে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে (পর্ব – ৪) প্রকাশিত হয়েছিলো বিগত ১৯শে জানুয়ারী ২০১২ইং, বৃহস্পতিবার রাত্রে।
বাঁচতে হলে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে (পর্ব – ৫) প্রকাশিত হয়েছিলো বিগত ৩১শে জানুয়ারী ২০১২ইং, মঙ্গলবার রাত্রে।

Posted in খেয়াল করুন, জেনে রাখুন, দেশ ও জাতির প্রতি দ্বায়বদ্ধতা, প্রযুক্তি নিয়ে আউলা চিন্তা, ভালো লাগা, ভালোবাসা

“পেঙ্গুইন মেলা – ২০১২” – সিলেট বিভাগ এবং সংগঠনের ১ম বর্ষপূর্তি উদযাপন


মুক্ত সফটওয়্যার আন্দোলন একটি সামাজিক আন্দোলন যার উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীর অধিকার সংরক্ষণ করা। এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে মুক্ত সফটওয়্যার আন্দোলন, মুক্ত সফটওয়্যার তৈরি করতে, ব্যবহার করতে এবং মানোন্নয়ন করতে উৎসাহ প্রদান করে। “সফটওয়্যার চোর” হিসেবে নিজের প্রানের প্রিয় এই বাংলাদেশকে কালিমামুক্ত করতে এবং সফটওয়্যার প্রযুক্তিতে স্বনির্ভর ও মুক্তপ্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুক্ত সফটওয়্যার, লিনাক্স ও উন্মুক্ত সোর্স ভিত্তিক সফটওয়্যারকে ছড়িয়ে দেবার প্রত্যয়ে মুক্ত প্রযুক্তি ভিত্তিক সফটওয়্যার, লিনাক্স এবং বিভিন্ন সেবাসমূহ নিয়ে কাজ করে যাচ্ছে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (এফওএসএস বাংলাদেশ)।

ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ এর জনসচেতনতামূলক একটি আয়োজন “পেঙ্গুইন মেলা”। এ বছরের প্রথম আয়োজন “পেঙ্গুইন মেলা- ২০১২” অনুষ্ঠিত হবে আগামী ২৩শে ফেব্রুয়ারি ২০১২ইং, রোজ বৃহঃস্পতিবার। আয়োজনে সহযোগীতা করছে সিলেটের জিন্দাবাজারে অবস্থিত মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ। সাংগঠনিকভাবে ১ম বর্ষ পূর্ন করায় একই সাথে সংগঠনের বর্ষপূর্তিও উদযাপন করা হবে।

উক্ত অনুষ্ঠানে সফটওয়্যার পাইরেসি, মুক্ত সফটওয়্যার, ওপেনসোর্স ও লিনাক্স ইত্যাদি বিষয়ে আলোচনার পাশাপাশি আরো রয়েছে অংশগ্রহনকারী দর্শকদের সাথে মতামত বিনিময় ও সরাসরি আলোচনার সুযোগ, ইন্সটলেশন এবং সাপোর্টের ব্যবস্থা এবং সন্ধ্যেয় সংগঠনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আয়োজন। এছাড়াও অনুষ্ঠানস্থল থেকে ওপেনসোর্সড থ্রি-ডি গেমসহ লিনাক্স মিন্ট ১০ জুলিয়া’র সংকলিত ডিভিডি, মিন্ট ১১ ক্যাটিয়ার মূল সংস্করনের ডিভিডি, নপিক্স ৬.৭ এর সিডি এবং লিনাক্স ভিত্তিক বিভিন্ন ডিস্ট্রোর আইএসও পেনড্রাইভে কিংবা পছন্দের মিডিয়াতে সংগ্রহ ও ইন্সটল করিয়ে নেয়া যাবে।

অনুষ্ঠানের শিরোনামঃ “পেঙ্গুইন মেলা – ২০১২” – সিলেট বিভাগ।
তারিখ ও সময়ঃ ২৩শে ফেব্রুয়ারি ২০১২ইং, বৃহঃস্পতিবার। সকাল ১০:০০মিনিট থেকে সন্ধ্যে ৬:৩০ মিনিট
আয়োজন স্থলঃ সভাকক্ষ, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়, জিন্দাবাজার, সিলেট।
আয়োজকঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ।
আয়োজন সহযোগীঃ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়, জিন্দাবাজার, সিলেট।

আয়োজনের বিস্তারিত সূচী:
১। সকাল ১০টায় আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষনা করা হবে এবং সাথে কিছু স্বাগত বক্তব্য দেবেন আয়োজক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
২। সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ধরনের মুক্ত সফটওয়্যার ও লিনাক্স ডিস্ট্রোর ইতিহাস আর চিত্রসহ ডঙ্গল, ফেস্টুন, ব্যানার নিয়ে প্রদর্শনী চলবে।
৩। দিনব্যাপী এ আয়োজনে আরো থাকছে ”সফটওয়্যার মুক্তি আন্দোলন” ও বিভিন্ন মুক্ত সফটওয়্যার এবং লিনাক্স নিয়ে তথ্যভিত্তিক ভিডিও চিত্র প্রদর্শনী।
৪। থাকছে ”ইন্সটলেশন ও সাপোর্ট বুথ”। যেখানে আমাদের স্বেচ্ছাসেবকগণ আয়োজনে অংশগ্রহনকারীদের পছন্দ অনুসারে তাঁদের ল্যাপটপ কিংবা নেটবুকে লিনাক্স ভিত্তিক বিভিন্ন ডিস্ট্রো ইন্সটল এবং ইন্সটল পরবর্তী নিত্য প্রয়োজনীয় সেটিংসগুলো করে দেবেন। (অনলাইনে ফর্মপূরনকারীরা অগ্রাধিকার পাবেন।)
৫। এছাড়াও আয়োজনস্থলে থাকবে বিভিন্ন জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রোগুলোর পেনড্রাইভে, পছন্দের মিডিয়াতে এবং সিডি/ডিভিডিতে বিতরনের ব্যবস্থা। লিনাক্স মিন্ট ১০ জুলিয়া সংকলিত সংস্করন ডিভিডি — ৩০ টাকা, লিনাক্স মিন্ট ১১ ক্যাটিয়া মূল সংস্করন ডিভিডি — ২০ টাকা এবং নপিক্স ৬.৭ সিডি — ১০টাকা প্রতিটি।
৬। সন্ধ্যে ৬টা থেকে আয়োজিত হবে এফওএসএস বাংলাদেশ এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি ছোট্ট আলোচনা সভা এবং তৎপরবর্তী ছোট্ট একটি আনন্দ আয়োজন।

যেহেতু এই আয়োজনে সরাসরি লিনাক্স ডিস্ট্রো ইন্সটলেশন আর সাপোর্ট সেবা দেবার ব্যবস্থা থাকছে, তাই আগ্রহী সকলের জন্য এই সেবার নিশ্চয়তা নিশ্চিত করতে এখানে তথ্য দিন ও আপনার নাম নিবন্ধন করুন। এছাড়াও উন্মুক্ত এ আয়োজনে আগ্রহী যে কেউই আয়োজন স্থলে সরাসরি নিজের নাম নিবন্ধন করিয়ে নিয়ে অংশগ্রহন করতে পারবেন।

[বিঃদ্রঃ — অগ্রীম নাম নিবন্ধন ব্যতীত ইন্সটলেশন ও সাপোর্ট সেবা সুবিধাটুকু পাবার নিশ্চয়তা দেয়া সম্ভব হবে না। যদি এই অগ্রীম নিবন্ধিতজনদের সেবাপ্রদান শেষে আমাদের হাতে কিছু সময় অতিরিক্ত থাকে তো সেই সময়ে আপনাদের নাম নিবন্ধনের সময় অনুযায়ী পর্যায়ক্রমে সেবা পাবেন।]

আয়োজন পরবর্তী প্রতিবেদন:

সকাল দশটায় আয়োজনের উদ্বোধন করে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, মুক্তপ্রযুক্তি ও চোরাই সফটওয়্যারের বিষয়ে উপস্থিত ছাত্রদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং ”পেঙ্গুইন মেলা”র বিষয়ে বক্তব্য দেন। সকাল সাড়ে দশটায় লিনাক্স মিন্ট ইন্সটল করার বিষয়ে উপস্থিত দর্শকের ডেমো দেখান ডঃ মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান শামীম এবং সালেহ আহমেদ। এর পরপরই জিএনইউ প্রজেক্ট, মুক্ত সফটওয়্যারের প্রয়োজনীয়তা, লিনাক্স এবং এই আন্দোলনের শুরুর দিককার কথা নিয়ে দর্শকদের সাথে মুক্ত আলোচনায় অংশ নেন সাজেদুর রহিম জোয়ারদার। বিকাল সাড়ে তিনটা থেকে লিব্রে অফিস এবং লিব্রে ক্যাড বিষয়ে সরাসরি কাজের মাধ্যমে আলোচনা করেন ডঃ মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান শামীম। বিকাল সাড়ে পাঁচটা থেকে শুরু হয় দর্শকের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্ব।

দিনব্যাপী এই আয়োজনে ছিলো ”লিনাক্স ডিস্ট্রো ইন্সটলেশন এবং সাপোর্ট বুথ”, বিভিন্ন ধরনের মুক্ত সফটওয়্যার আর লিনাক্স ডিস্ট্রোর ইতিহাস আর চিত্রসহ ডঙ্গল, ফেস্টুন, ব্যানারের প্রদর্শনী এবং ওপেনসোর্সড থ্রি-ডি গেমসহ লিনাক্স মিন্ট ১০ জুলিয়া’র সংকলিত এবং মিন্ট ১১ ক্যাটিয়ার মূল সংস্করনের ডিভিডি, নপিক্স ৬.৭ সিডি এবং লিনাক্স ভিত্তিক বিভিন্ন ডিস্ট্রোর আইএসও পেনড্রাইভে কিংবা পছন্দের মিডিয়াতে সংগ্রহের ব্যবস্থা।

সন্ধ্যে ছয়টায় কেক কেটে এবং উপস্থিত দর্শক শ্রোতাদেরকে আপ্যায়নের মাধ্যমে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ এর প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

আয়োজনের কিছু ছবি দেখুন এখানে

যেসব ব্লগ ও ফোরামে এই আয়োজনের সংবাদ পাবেন — শামীম ভাইয়ের ব্যক্তিগত ব্লগ (খিচুড়ী ব্লগ), প্রজন্ম ফোরাম , টেকটিউনস, আড্ডার আসর, রংমহল, আইটেক বাংলা, রাজশাহী মেডিক্যাল কলেজের বাংলা ফোরাম (আরএমসি ফোরাম), লিনাক্সদেশ ফোরাম, রংধনু এবং ডিজিটাল দুনিয়া‘য়।

Posted in কিভাবে কিভাবে যেন লিখে ফেললাম, ভালো লাগা, ভালোবাসা

ভালোবাসা দিবসের অনুকাব্য


গত বছরে (২০১১ইং) এই লেখাটা লিখেছিলাম আজকের এই বিশেষ দিবসকে উদ্দেশ্য করে। আজকে ভোরে ঘুমুতে যাবার আগ দিয়ে মননের ছন্দপ্রেমিক পোকাটা নিউরনে আবারো কুটকুট করে অনুরনন ঘটাতে শুরু করলো। তাই নিচেরটুকু ঝেড়ে দিলাম। 🙂

পার্কের বেঞ্চিতে
চিপা-কোনা-কাঞ্চিতে,
বাদামের কুটকুট
সাথে রবে ছোলা-বুট,
দু’কলি গোলাপ আর
দু’ডাঁটি রজনীগন্ধা,
বোঝোই তো বাজারে
অর্থনৈতিক মন্দা।

চাইনিজ চেয়ো নাকো
হতে পারে হার্টফেল,
ফুচকা বা চটপটিতে
অরুচি নাই, তবুও বাজেট ফেল।

দিনটুকু কর্মেতে
সন্ধ্যের পর তোমাকে,
দিতে রাজী জানেমান
সময়ের পালকে।

এখনো যে বনের মোষ
তাড়ানোয় সুখ পাই,
রোজগার করি যা
তারচেয়ে বেশী ওড়াই।

তবুও যে ভালোবাসি
ভালাবাসি না মেপে,
বোঝো চাই না বোঝ
একমাত্রই তোমাকে।