Posted in কিভাবে কিভাবে যেন লিখে ফেললাম, ভালো লাগা, ভালোবাসা

ভালোবাসা দিবসের অনুকাব্য


বিগত ফাল্গুনে একটা অনুকাব্য লিখেছিলাম। তারপরে লিখি লিখি করে বেশ কিছু লেখা হয়েছে তবে প্রকাশ করার মতো সম্পাদনা করার সুযোগ পাইনি। তাই সেগুলো আজও অপ্রকাশিত। জীবন-যুদ্ধে চরম ব্যস্ততা, নাফিকে নিয়ে বাকিটা সময়। সব মিলিয়ে হয়তো আগামীতে কখনো সেগুলো প্রকাশিত করবো।

আজকে আবারো এই অনুকাব্যটা মাথায় চাড়া দিয়েছে, রাস্তায় ড্রাইভিং করার সময়। সিগন্যালে বসে টুকটাক ছন্দ গাঁথলাম কিছুটা। তারপর ঝটপট গন্তব্যে পৌঁছেই পটাপট মাথা থেকে নামিয়ে দিলাম, কী-বোর্ডে আঙ্গুলের লাফালাফি আর এখানে প্রকাশ!!!:)

অচেনা ফাল্গুনে
একলা আনমনে,
সময় কেটে যায়
ক্ষণ গুনে গুনে।

ভালোবেসে ভালোবাসি
বলেছি যতবার,
ফিরায়ে প্রনতি তত
মম প্রতিবার।

বিষয়ে আবিষ্টমন
রয়ে যায় প্রতিক্ষণ,
মনের মুকুরে তব
অনুভবে সারাক্ষণ।

ভালোলাগে, ভালোবাসি
ভালোবেসে, কাছাকাছি
তোমাতে আমার
প্রতিক্ষণ প্রতিবার।