Posted in কিভাবে কিভাবে যেন লিখে ফেললাম, ভালো লাগা, ভালোবাসা

ভালোবাসা দিবসের অনুকাব্য


প্রতিটা ফাল্গুনের দ্বিতীয় দিনে আমি বেশ মজা নিয়ে দুটো একটা অনুকাব্য লিখি। মাঝে মাঝে সেটার প্রকাশও করি। কিন্তু এবারের এই ফাগুনে আমার মনেও বেশ উচ্চমাত্রার আগুন ধরেছে। মনের রং তাই ঢালতে চেষ্টা করেছি এবারের লেখনীতেও। 🙂

ভালোবাসার টুকটুকি
ভালোবেসে টোকাটুকি
ভালোবাসায় টুকিটাকি

ভালোবেসে দুটি প্রাণ
ভালোবাসায় টনটন
ভালোবাসার টিংটং

ভালোবাসায় কাছাকাছি
ভালোবেসে নাচানাচি
ভালোবাসার মৌমাছি

ভালোবাসি তাই
ভালোবেসে যাই
ভালোবাসার কালে
দিন-ক্ষণ নাই। 🙂