Posted in কিভাবে কিভাবে যেন লিখে ফেললাম, খেয়াল করুন, জেনে রাখুন, ভালো লাগা, ভালোবাসা

ইন্সট্যান্ট নলেজ – “মেকুড়”


প্রায় তিন সপ্তাহের লম্বা ছুটি কাটিয়ে ফিরে এসেছেন আমাদের মহাপন্ডিত শ্রী শ্রী জ্ঞান সুমুদ্র (পিয়াঁজ ডি, রসুন ই, আদা এফ) ব্যাংকক, হনলুলু, হাকালুকি। আর সাথে করে নিয়ে এসেছেন কিছু আনকোরা “ইন্সট্যান্ট নলেজ”। তাই আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি জ্ঞান বিতরনের কেলাসে।

কেলাস টাইম: রাত ০৩:২০:২০, ৯ই নভেম্বর ২০১১ইং

পন্ডিত জ্ঞান সুমুদ্র: টু ডে আই উইল এক্সপ্লেইন ইউ দ্য ওয়ার্ড “মেকুড়”। ডু এনি অফ ইউ নো হোয়াট ইজ দিস?
জ্ঞান পিপাসু শিক্ষার্থীগণ: 😦
প জ্ঞা সু: ভেরী গুড। লেট মি এক্সপ্লেইন।
জ্ঞা পি শি: বলুন মিঃ জ্ঞান সুমুদ্র (পিয়াঁজ ডি, রসুন ই, আদা এফ) ব্যাংকক, হনলুলু, হাকালুকি
প জ্ঞা সু: (হাত নেড়ে নেড়ে) থ্যাংক ইউ, থ্যাংক ইউ
জ্ঞা পি শি: (প্রবল হর্ষধ্বনি, মুহুর্মুহু হাত তালি)
প জ্ঞা সু: (হর্ষধ্বনি থামবার পর) দ্য “মেকুড়” ওয়ার্ড হ্যাজ কেম ফ্রম দ্য রুরাল এরিয়া আন্ডার দ্য জেলা কুষ্টিয়া, বিভাগ খুলনা। হোয়্যার দ্য ভিলেজ পিপল লিভ দেয়ার ডেইলি লাইফ উইথ দিস অ্যানিমেল। দিস অ্যানিমেল গট ফোর লেগস, টু ইয়ারস, ওয়ান নোজ এন্ড এ লম্বা লেজ। ইটস বডি ইস কাভারড উইথ তুলতুলে পশম। দিস প্রাণী লাভস টু ইট এন্ড ইট আর্নস ইটস ফুড ইন এ ভেরী ক্লেভার ওয়ে। নাও স্টুডেন্টস প্লিজ এক্সপ্লেইন দ্য অ্যানিমেল।
জ্ঞা পি শি: সে কি স্যার। এত পরিচিত প্রাণী আর আমরা কি না চিনতেই পারছি না।
প জ্ঞা সু: আরে বেকুবের দল এতটা বুঝিয়ে বলার পরেও ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড? দিস প্রাণী ইজ “ব” ই আকারে “বি”, “ড়” আ কারে “ড়া”, “ল” == “মেকুড়”।
জ্ঞা পি শি: আমরা স্যার মোটামুটি কনফিডেন্ট ছিলাম যে, আপনি এই বিল্লী’র কথাই বলবেন। তাই আর কষ্ট করে মগজটাকে খাটাতে যাইনি। 😀