Posted in কিভাবে কিভাবে যেন লিখে ফেললাম

ঈদ আসুক সবার মনে


ঘাসের ডগায় হীরক কনা, টিনের চালে টুপটাপ,
হিমেল হাওয়ায় পরশ নিয়ে ঈদ এলো রে চুপচাপ,
আজ সকালে মোরগ ডাকে ভাঙলে তোমার নিদ,
ফিরে আসুক বন্ধু তোমার ছোট্টবেলার ঈদ।।