Posted in পরিচয় পর্ব

দ্য-ডন

দু:সাহসিকতার সাথে কিছু করতে পারে যে সে হল ডন। যুদ্ধে হেরে যাবার মুহুর্তেও যে জয়ের আশা ছাড়ে না আর জয়ী হয়েই তবে যুদ্ধের শেষ করে যে সে হল ডন। সবার সাথে সমান বিচার আর সাম্যের গান গায় যে সে হল ডন। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমঅধিকার দিয়ে সবাইকে সাথে নিয়ে চলতে পারে যে সেই হল ডন। অন্যায়ের প্রতিবাদে নিজের জীবনকে তুচ্ছ করে রুখে দাঁড়াতে যে দ্ধিধা করে না সেই হলো ডন। নিজের নৈতিক দ্বায়িত্ববোধ থেকে যে নিজেকে সরিয়ে নেয় না সেই হলো ডন।

লেখক:

রান্না করা, কম্প্যুটিং, ক্রিকেট

4 thoughts on “দ্য-ডন

  1. চমৎকার সাইট !
    নতুন সাইটের জন্য অভিনন্দন।
    নতুন বলছি কারণ আগে তো কখনও ঠিকানা দেন নাই।

    ডিজাইটা খুবই ভাল লাগলো কিন্তু …বাঙলা লেখা খুবই ছোট দেখাচ্ছে।

লেখাটি পড়ে কেমন লাগলো মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.