Posted in খেয়াল করুন, জেনে রাখুন, দেশ ও জাতির প্রতি দ্বায়বদ্ধতা, প্রযুক্তি নিয়ে আউলা চিন্তা, ভালো লাগা, ভালোবাসা

“মুক্তপ্রযুক্তি” ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান


পাইরেসির কালিমামুক্ত দেশ গড়ার লক্ষ্যে লিনাক্স এবং ওপেন সোর্স ভিত্তিক সফটওয়্যারগুলোকে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে বিভিন্ন পেশাজীবি, কয়েকজন স্বেচ্ছাসেবীর সংগঠন ”ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ” বা সংক্ষেপে ”এফওএসএস বাংলাদেশ” এর আয়োজনে আগামী ১১ই অক্টোবর, মঙ্গলবার আমাদের সাংগঠনিক ফোরাম ”মুক্তপ্রযুক্তি”র উদ্বোধন হতে যাচ্ছে ।

বিকাল সাড়ে চারটা থেকে সংগঠনের স্বেচ্ছাসেবক, বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীগণ মিলিত হবেন এ আয়োজনে এবং ছোট্ট একটা আলোচনা অনুষ্ঠান ও মত বিনিময় সভা শেষে সন্ধ্যে ছয়টায় কেক কেটে ফোরামের উদ্বোধনী আয়োজন পালন করা হবে।

আমাদের এ আয়োজনে আপনাকে স্ব-বান্ধবে উপস্থিত হতে আমন্ত্রন জানাচ্ছি।


রিং
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

আপডেট: আয়োজনের কিছু ছবি