দেশকে সফটওয়্যার পাইরেসীর কলংক থেকে মুক্তি দিতে ও গ্লানি মুক্ত করে মাথা উঁচু করে দাঁড়াতে হলে দামী সফটওয়্যার চুরির মনোবাসনা আমাদের সবাইকেই পরিত্যাগ করতে হবে। বাংলাদেশের বর্তমান অর্থ-সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে সকল ছাত্র-জনতার পক্ষে দামী সব সফটওয়্যার ক্রয় করে ব্যবহার করা সম্ভব নয়। তাই এর বিকল্প হল ওপেন সোর্স এবং ফ্রী সফটওয়্যারগুলো। উন্মুক্ত বা ওপেনসোর্স সফটওয়্যারের সুবিধা হল এর উৎসের কোডগুলো সকলে দেখতে পারে, ফলে লুকিয়ে কোন ক্ষতিকারক প্রোগ্রাম এতে দেয়া আছে কি না তা সহজেই বের করা যায়, যা নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া সোর্সকোড উন্মুক্ত বলে আগ্রহী শিক্ষার্থী ও প্রযুক্তিবিদগণও এ থেকে অত্যন্ত উপকৃত হতে পারেন। উন্মুক্ত সোর্স আর মুক্ত সফটওয়্যার বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কেউ মানোন্নয়ন করতে পারেন আর এজন্য এগুলো খুব দ্রুতই উন্নত আর ব্যবহারবান্ধব হয়ে ওঠে। দেশকে পাইরেসীর গ্লানি ও কলংক মুক্ত করার একটা ক্ষুদ্র প্রয়াস হিসেবে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ বা FOSS Bangladesh (এফওএসএস বাংলাদেশ), দেশে মুক্ত সফটওয়্যার প্রসারের লক্ষ্যে গঠিত স্বেচ্ছাসেবী একটা সংগঠন।
এই সংগঠন এর বিভিন্ন কার্যক্রমের মধ্যে নিয়মিতভাবেই জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। খুলনা, রাজশাহী, ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের পরে এবার এরই ধারাবাহিকতায় জেলা ভিত্তিক আয়োজন করা হচ্ছে “পেঙ্গুইন মেলা – ২০১১”। বর্তমানে এ কার্যক্রম চলছে ঢাকা জেলায়। শীঘ্রই দেশের অন্যান্য জেলায় এ অনুষ্ঠানটি আয়োজন করা হবে।
দূর্নীতির গ্লানিমুক্ত, উন্মুক্ত সোর্স ও মুক্ত প্রযুক্তি নির্ভর, সুখী-সমৃদ্ধ, স্বনির্ভর ও সম্মানজনক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (এফওএসএস বাংলাদেশ) ৭ই আগষ্ট, রবিবার সকাল ১০:৩০মিনিট থেকে দুপুর ১৩:৩০মিনিট পর্যন্ত ঢাকার ধানমন্ডির রোড নং-৮/এ তে অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মিলনায়তনে উন্মুক্ত সফটওয়্যার ব্যবহারের প্রয়োজনীয়তা এবং উপকারীতা নিয়ে একটি জনসচেতনতামূলক অনুষ্ঠান “পেঙ্গুইন মেলা – ২০১১”র আয়োজন করতে যাচ্ছে। আয়োজনে সহযোগীতা করছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব।
আয়োজনের বিস্তারিত :
অনুষ্ঠানের শিরোনাম : “পেঙ্গুইন মেলা – ২০১১” – ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
তারিখ : ৭ই আগষ্ট ২০১১ইং, রোজ রবিবার, সকাল ১০:৩০মিনিট থেকে দুপুর ১৩:৩০ মিনিট
স্থান : ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ধানমন্ডি, ঢাকা।
আয়োজক : ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
সহযোগীতায় : ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব।
অনুষ্ঠানসূচীঃ (মোট ৩ ঘন্টা)
* লিনাক্স পরিচিতি, ইনস্টলেশন ও ব্যবহার
(দুপুর ২:০০মিনিট থেকে বিকাল ৩:৩০ মিনিট)
o মুক্তসোর্স ও লিনাক্স পরিচিতি — ৩০ মিনিট
o লিনাক্স মিন্ট পরিচিতি — ৩০ মিনিট
o লিনাক্স মিন্ট ইন্সটল ও কনফিগার করা — ৩০ মিনিট
* চা-বিরতি — ১০ মিনিট
* লিনাক্স ব্যবহার করতে গিয়ে উদ্ভূত বিভিন্ন সমস্যার সমাধান
(বিকাল ৩:৪০মিনিট থেকে বিকাল ৫:০০ মিনিট)
o উপস্থিত দর্শকদের অংশগ্রহনে আলোচনা — ৪০ মিনিট
o প্রশ্নোত্তর ও বিভিন্ন সমস্যার সমাধান — ৪০ মিনিট
উক্ত অনুষ্ঠানে পাইরেসি, ওপেনসোর্স ও লিনাক্স বিষয়ে আলোচনার পাশাপাশি আগত দর্শকদের সাথে সরাসরি মতামত বিনিময় ও আলোচনার সুযোগ রয়েছে। এছাড়া অনুষ্ঠানস্থল থেকে ওপেনসোর্সড থ্রি-ডি গেমসহ লিনাক্স মিন্ট ১০ জুলিয়া’র সংকলিত ডিভিডি (প্রতিটি ডিভিডি ৫০ টাকা মাত্র) সহ লিনাক্স ভিত্তিক আরো নানান ডিস্ট্রোর আইএসও পেনড্রাইভ সহ পছন্দের মিডিয়ায় সংগ্রহ করা যাবে। উন্মুক্ত এ আয়োজনে আগ্রহী যে কেউ এই অংশগ্রহণ করতে পারবেন।
যেসব ব্লগ ও ফোরামে এই আয়োজনের সংবাদ পাবেন — শামীম ভাইয়ের ব্যক্তিগত ব্লগ (খিচুড়ী ব্লগ), প্রজন্ম ফোরাম , আমাদের প্রযুক্তি, টেকটিউনস, আড্ডার আসর, রংমহল, আইটেক বাংলা, রাজশাহী মেডিক্যাল কলেজের বাংলা ফোরাম (আরএমসি ফোরাম), লিনাক্সদেশ ফোরাম, রংধনু এবং ডিজিটাল দুনিয়া‘য়।
আপডেট: আয়োজনের কিছু ছবি