Posted in কিভাবে কিভাবে যেন লিখে ফেললাম

মশা


গত রাত্রে অনুপ দেবনাথ গুগল বাঝ দিয়েছিলো ‘মশা’। তো বাঝ টা পড়ে আর দেরি করলাম না। লিখিয়া ফেলিলাম ছোট্ট একখানি ‘কুট্টুস কাব্য’।

———-মশা———
জুটবে আহার
মজার মজার
এতটুকু আশা
সেই আশাতেই তোমার শরীরে বসা
মেরো না, মেরো না আহা!
ছোট্ট এত্তটুকু
মশা।
——————-

কারো খারাপ লাগলে নিজ গুনে সহ্য করবেন কিন্তু খবরদার কোন অভিযোগ কইরেন না। কারন আমার চারপাশে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনি (মশারি) থাকলেও হয়তোবা আপনার নাই। এহেন মশক কাব্য পড়িয়া আপনার মগজ বিগড়ানো কোন আচরনে যদি একবার আপনার চারিধারের মশক বাহিনী ক্ষিপ্ত হয় তয় কইলাম ডেঙ্গু ছাড়া গতি নাই।