Posted in কিভাবে কিভাবে যেন লিখে ফেললাম, নির্বাক যন্ত্রনা

নির্ঘুম রাত ২

আবারো একটা নির্ঘুম রাত কাটছে। আবারো কিছু ছন্দবন্ধ কথামালার বিন্যাস ঘটছে। লিখন ও প্রকাশে তাই আর দেরি করলাম না। 🙂

নির্ঘুম রাতে, কেউ নেই পাশে
একলা, এপাশে-ওপাশে
চারিদিক অন্ধকার
একাকীত্ব, হাহাকার।

বইছে সময়, আপন লয়ে
একাকী আমি, যাচ্ছি ক্ষয়ে
নিশুতি রাতের নিস্তব্ধতায়
অজানা এক আবদ্ধতায়

অকারণ কষ্ট বুকে
সময়ের ফাঁকে ফাঁকে
অযাচিত আন্দোলনে
নিষ্পেষিত, নিষ্পেষণে।

জীবন পথের মোড়ে এসে
দিকটা ধরি, অবশেষে
লক্ষ্য করে নির্ধারণ
আন্দোলিত, আপন মন।

Posted in কিভাবে কিভাবে যেন লিখে ফেললাম, নির্বাক যন্ত্রনা

আত্মার ডাক

বিগত নভেম্বর ২২, হুট করেই Severe Acute Pancreatitis তে আক্রান্ত হলাম। আমার জন্য বিশাল এক শারীরিক ধাক্কা। টানা ১২দিন হাসপাতালে কাটিয়ে বাসায় ফেরার পরেও স্বাভাবিক জীবনে এখনও অভ্যস্ত হতে পারিনি। অনলাইনে বেশ কিছু ক্লায়েন্ট দৌড় মেরেছে, অনেকগুলো প্রজেক্টের কাজ এই কটা দিন ঝুলে থাকায়।

হুট করেই ১৮ ডিসেম্বর রাতটা নির্ঘুম কাটলো। মনের মধ্যে নানান চিন্তার ফাঁকে কিছুটা সময় মনে হলো নিজের আত্মার সাথে কথা বললাম। সেই আলাপচারিতাটুকুর কিছুটা ছন্দবদ্ধ প্রকাশ এটা।

চলে যাবো কোন সুদূরে
সবাইকে পেছনে ফেলে
একটাই ভয়
আছে কি কোন সঞ্চয়?

বুকে দূরু দূরু
শূন্যতা অনুভব
অচিন যাত্রা পথে
স্রষ্টা কি রইবে সাথে?

জীবনের ছোট ছোট
গুটিকয়েক ভালো কাজ
আসবে কি কাজে
মিলবে হিসাবে আজ?

রাখবে কি মনে কেউ
ছিলাম আমি এখানেই
এই তো, একটু আগেও
সবার সাথে আনন্দেই!

ছোট্ট এ জীবনকাল
কাজের সময় খুবই কম
তবুও তাতে ত্রুটি অনেক
ক্ষমা চাওয়ার সুযোগও কম!

মনের ভুলে অজান্তেই
করেছি কত না ভুল
ক্ষমা চাই আজ সবার কাছেই
গুনতিতে যত মাশুল।।

Posted in কিভাবে কিভাবে যেন লিখে ফেললাম, নির্বাক যন্ত্রনা

নির্ঘুম চোখ

বিগত পরশু মানে ১৮ ডিসেম্বর রাতে হটাৎই চোখ থেকে ঘুম উধাও। শরীরের ক্লান্তিতে বিছানায় গড়াগড়ি দিচ্ছি বটে কিন্তু ঘুম…. নাই। নাই মানে নাই, সন্দেহের অবকাশ ছাড়াই।

সেই গড়াগড়ি দিতে দিতেই এই অনুকাব্যটা মাথাচাড়া দিয়েছে। ঝটপট টেলিগ্রামে লিখে গিন্নী কে কপি দিয়ে রেখেছিলাম। আজ ২০ ডিসেম্বরে, কী-বোর্ডে আঙ্গুলের লাফালাফি আর এখানে প্রকাশ!!!:)

চোখ দুটো, ঘুমহীন
রাত এখন দুইটা তিন
মশাদের গানবিহীন
তবুও চোখ দুটো, ঘুমহীন।

মনটা অশান্ত
কেন যে জানি না,
ওষুধেও ব্যর্থ
চোখে ঘুম আসে না।

একলা একা শূন্যতা
ধরছে ঘিরে বারেবার,
শূন্যতায় অনুভবে
ভয়াবহ হাহাকার।

সবার মাঝে থেকেও যেন
মনের মাঝে শূন্যতা,
একলা একা অনুভূতি
হচ্ছে না এর অন্যথা।

রাত গভীর, শব্দহীন
চোখ দুটো, ঘুমহীন।।