বিগত পরশু মানে ১৮ ডিসেম্বর রাতে হটাৎই চোখ থেকে ঘুম উধাও। শরীরের ক্লান্তিতে বিছানায় গড়াগড়ি দিচ্ছি বটে কিন্তু ঘুম…. নাই। নাই মানে নাই, সন্দেহের অবকাশ ছাড়াই।
সেই গড়াগড়ি দিতে দিতেই এই অনুকাব্যটা মাথাচাড়া দিয়েছে। ঝটপট টেলিগ্রামে লিখে গিন্নী কে কপি দিয়ে রেখেছিলাম। আজ ২০ ডিসেম্বরে, কী-বোর্ডে আঙ্গুলের লাফালাফি আর এখানে প্রকাশ!!!:)
চোখ দুটো, ঘুমহীন
রাত এখন দুইটা তিন
মশাদের গানবিহীন
তবুও চোখ দুটো, ঘুমহীন।
মনটা অশান্ত
কেন যে জানি না,
ওষুধেও ব্যর্থ
চোখে ঘুম আসে না।
একলা একা শূন্যতা
ধরছে ঘিরে বারেবার,
শূন্যতায় অনুভবে
ভয়াবহ হাহাকার।
সবার মাঝে থেকেও যেন
মনের মাঝে শূন্যতা,
একলা একা অনুভূতি
হচ্ছে না এর অন্যথা।
রাত গভীর, শব্দহীন
চোখ দুটো, ঘুমহীন।।