ফিচারড
Posted in কিভাবে কিভাবে যেন লিখে ফেললাম, নির্বাক যন্ত্রনা

নির্ঘুম চোখ

বিগত পরশু মানে ১৮ ডিসেম্বর রাতে হটাৎই চোখ থেকে ঘুম উধাও। শরীরের ক্লান্তিতে বিছানায় গড়াগড়ি দিচ্ছি বটে কিন্তু ঘুম…. নাই। নাই মানে নাই, সন্দেহের অবকাশ ছাড়াই।

সেই গড়াগড়ি দিতে দিতেই এই অনুকাব্যটা মাথাচাড়া দিয়েছে। ঝটপট টেলিগ্রামে লিখে গিন্নী কে কপি দিয়ে রেখেছিলাম। আজ ২০ ডিসেম্বরে, কী-বোর্ডে আঙ্গুলের লাফালাফি আর এখানে প্রকাশ!!!:)

চোখ দুটো, ঘুমহীন
রাত এখন দুইটা তিন
মশাদের গানবিহীন
তবুও চোখ দুটো, ঘুমহীন।

মনটা অশান্ত
কেন যে জানি না,
ওষুধেও ব্যর্থ
চোখে ঘুম আসে না।

একলা একা শূন্যতা
ধরছে ঘিরে বারেবার,
শূন্যতায় অনুভবে
ভয়াবহ হাহাকার।

সবার মাঝে থেকেও যেন
মনের মাঝে শূন্যতা,
একলা একা অনুভূতি
হচ্ছে না এর অন্যথা।

রাত গভীর, শব্দহীন
চোখ দুটো, ঘুমহীন।।

Posted in কিভাবে কিভাবে যেন লিখে ফেললাম, ভালো লাগা, ভালোবাসা

ভালোবাসা দিবসের অনুকাব্য


বিগত ফাল্গুনে একটা অনুকাব্য লিখেছিলাম। তারপরে লিখি লিখি করে বেশ কিছু লেখা হয়েছে তবে প্রকাশ করার মতো সম্পাদনা করার সুযোগ পাইনি। তাই সেগুলো আজও অপ্রকাশিত। জীবন-যুদ্ধে চরম ব্যস্ততা, নাফিকে নিয়ে বাকিটা সময়। সব মিলিয়ে হয়তো আগামীতে কখনো সেগুলো প্রকাশিত করবো।

আজকে আবারো এই অনুকাব্যটা মাথায় চাড়া দিয়েছে, রাস্তায় ড্রাইভিং করার সময়। সিগন্যালে বসে টুকটাক ছন্দ গাঁথলাম কিছুটা। তারপর ঝটপট গন্তব্যে পৌঁছেই পটাপট মাথা থেকে নামিয়ে দিলাম, কী-বোর্ডে আঙ্গুলের লাফালাফি আর এখানে প্রকাশ!!!:)

অচেনা ফাল্গুনে
একলা আনমনে,
সময় কেটে যায়
ক্ষণ গুনে গুনে।

ভালোবেসে ভালোবাসি
বলেছি যতবার,
ফিরায়ে প্রনতি তত
মম প্রতিবার।

বিষয়ে আবিষ্টমন
রয়ে যায় প্রতিক্ষণ,
মনের মুকুরে তব
অনুভবে সারাক্ষণ।

ভালোলাগে, ভালোবাসি
ভালোবেসে, কাছাকাছি
তোমাতে আমার
প্রতিক্ষণ প্রতিবার।

Posted in কিভাবে কিভাবে যেন লিখে ফেললাম, ভালো লাগা, ভালোবাসা

ভালোবাসা দিবসের অনুকাব্য


অতীতে প্রতিটা ফাল্গুনের দ্বিতীয় দিনে আমি বেশ মজা নিয়ে দুটো একটা অনুকাব্য লিখতাম। বিগত তিন বছরে কিছু লিখিনি। আজকে হুট করেই আঙ্গুলে সুড়সুড়ি অনুভব করলাম। কী-বোর্ডের সামনে বসতেই দুমদাম এগুলো বেরিয়ে আসলো। আর তাই দেরী না করেই প্রকাশ করলাম। 🙂

ভ্যালেন্টাইনে কোয়ারেন্টাইন
টুয়েন্টি টুয়েন্টির নতুন আইন
মিসিং? কিসিং ভ্যালেন্টাইন?
জানটা বাঁচুক, ফরজে আইন।।

চোখের তারায় চিকন ঝিলিক
রাত বারোটায় ফুলের বুকেয়
সাথে পেষ্ট্রি, ডার্ক চকলেট
পকেট মামা ক্যাঁকো ক্যাঁকোয়।।

উৎসব নয়, গৎবাঁধাতে
আনন্দ হোক মনে মনে
ভালোবাসি, ভালোবাসবো
জেনো মনের গহীন কোণে।।