অতীতে প্রতিটা ফাল্গুনের দ্বিতীয় দিনে আমি বেশ মজা নিয়ে দুটো একটা অনুকাব্য লিখতাম। বিগত তিন বছরে কিছু লিখিনি। আজকে হুট করেই আঙ্গুলে সুড়সুড়ি অনুভব করলাম। কী-বোর্ডের সামনে বসতেই দুমদাম এগুলো বেরিয়ে আসলো। আর তাই দেরী না করেই প্রকাশ করলাম। 🙂
ভ্যালেন্টাইনে কোয়ারেন্টাইন
টুয়েন্টি টুয়েন্টির নতুন আইন
মিসিং? কিসিং ভ্যালেন্টাইন?
জানটা বাঁচুক, ফরজে আইন।।
চোখের তারায় চিকন ঝিলিক
রাত বারোটায় ফুলের বুকেয়
সাথে পেষ্ট্রি, ডার্ক চকলেট
পকেট মামা ক্যাঁকো ক্যাঁকোয়।।
উৎসব নয়, গৎবাঁধাতে
আনন্দ হোক মনে মনে
ভালোবাসি, ভালোবাসবো
জেনো মনের গহীন কোণে।।