সময়ের পালে লেগেছে হাওয়া
হারিয়ে যাবার নেই মানা,
অচিন পথে, উল্টো রথে
পাখনা মেলুক, মনের ডানা।
আজকের রোদ আগুন ঝরায়ে
পুড়িয়ে সব জঞ্জাল,
শুদ্ধ-শুচি করবে পৃথিবী
দূর করে সব মায়াজাল।
নতুন দিনের নতুন আলোয়
জাগছে দেখো নতুনেরা,
পুরানো আর জীর্ণ-শীর্ণ
সরিয়ে ফেলুক ঝড়েরা।
নতুনে আবাহনে জাগুক
আজি নবীণদল,
নব উন্মাদনা, নব প্রেরণায়
মাতুক দেশ, বিশ্বাচল।