অনুকথন: মস্তিষ্ক, চোখ, কান সহ শারীরিক বিভিন্ন সমস্যায় বিরাট যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি বিগত দু’মাস যাবৎ। সেই কারনে এটা আমার ২০১৩ইং সালের প্রথম ব্লগ প্রকাশনা। বিগত বছরে (২০১২ইং) এই লেখাটা লিখেছিলাম আজকের এই বিশেষ দিবসকে উদ্দেশ্য করে। দিন দু’য়েক আগে হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে, ট্রেনে বসে, মননের ছন্দপ্রেমিক পোকাটা নিউরনে আবারো কুটকুট করে কামড়াতে শুরু করে দিলো আর হাতে ধরে থাকা ট্রেনের টিকিটের উপরেই নিচের লেখাটুকু ঝেড়ে দিলাম। 🙂
ভালোবাসা ভালোবাসা
অজানা অচেনা আশা
পেতে চেয়ে আরাধনা,
সময়ের আনাগোনা।
ভালোবাসা ভালোবাসা
চামে-চিকনে কাছে আসা,
বিভ্রান্তিতে?
সর্বানাশা!
ভালোবাসা ভালোবাসা
যুক্তিতে বিরহ… দূরাশা,
আবেগে ঠাসা,
চিকিমিকি স্বপ্নে ভাসা।
ভালোবাসা ভালোবাসা
পূর্ণতা, আনন্দ, আশা,
ভ্যালেন্টাইন দিবসে তোমাকেই,
একান্তে পাশে পাওয়া।