আমরা সবাই জেনারেল নলেজ বা সাধারন জ্ঞান অর্জনে বেশ মনোযোগী হয়েছি ইদানিং কালে। কারন মুঠোফোন প্রযুক্তির কল্যানে মোবাইল ইন্টারনেটের এইযুগে বিভিন্ন টিভি অনুষ্ঠান আর কুইজ। এগুলো যেভাবে আমাদের জ্ঞানের জগতটাকে তুলোধুনা করছে, তাতে আর মনে হয় বেশীদিন বাকি নেই যে আমদের এই সব সাধারন জ্ঞানের জগতটাকে বাদ দিয়ে “বিশেষ জ্ঞান” অর্জন চর্চায় লিপ্ত হতে হবে।
যাই হোক বুলি কম কপচাই, আগে একটা ছোট্ট ক্লাস ঝেড়ে দিই, থুড়ি জ্ঞান বিতরনের প্রচেষ্টা নিই। আমার এই জ্ঞান বিতরন সিরিজের নাম হলো “ইন্সট্যান্ট নলেজ”। মানে হলো চট করে খুলে, পট করে গুলে, গটগট করে গিলে নেয়া যায় এবং নিমিষেই জ্ঞানের পুষ্টিতে নিজের জ্ঞান ভান্ডার কে সমৃদ্ধ আর শক্তিশালী করা যায় এমন জ্ঞান। তো আসুন দেরী না করে পড়ে দেখি যে আমার এই বিশেষ ইসকুলের বিশিষ্ট জ্ঞানী, বিদ্যাগজগজ ধনুর্ধর, মহাপন্ডিত শ্রী শ্রী জ্ঞান সুমুদ্র (পিয়াঁজ ডি, রসুন ই, আদা এফ) ব্যাংকক, হনলুলু, হাকালুকি কি বলছেন তাঁর জ্ঞানগর্ভ বক্তৃতায়।
কেলাস টাইম: রাত ০২:০২:২০, ১৩ই অক্টোবর ২০১১ইং
পন্ডিত জ্ঞান সুমুদ্র: ডু ইউ নো হোয়াট ইজ দিস ক্রেজি “ফাইকল”?
জ্ঞান পিপাসু শিক্ষার্থীগণ: 😦
প জ্ঞা সু: গুড, লেট মি এক্সপ্লেইন
জ্ঞা পি শি: বলুন মিঃ জ্ঞান সুমুদ্র (পিয়াঁজ ডি, রসুন ই, আদা এফ) ব্যাংকক, হনলুলু, হাকালুকি
প জ্ঞা সু: (হাত নেড়ে নেড়ে) থ্যাংক ইউ, থ্যাংক ইউ
জ্ঞা পি শি: (প্রবল হর্ষধ্বনি, মুহুর্মুহু হাত তালি)
প জ্ঞা সু: (হর্ষধ্বনি থামবার পর) দ্য “ফাইকল” ইজ অ্যা জটিল ইন্সট্রুমেন্ট ফর আওয়ার ডেইলি লাইফ
জ্ঞা পি শি: তাই!! ভালোতো
প জ্ঞা সু: হোয়েন দ্য বিদ্যুৎ গন এট দ্য পিরিয়ড বিটুইন সন্ধ্যা এন্ড লেট ইভিনিং
জ্ঞা পি শি: 😀
প জ্ঞা সু: উই দ্য পিপল অব দিস বাংলাদেশ হ্যাভ এ লট অব প্রবলেমো অন ডেইলি কাজকর্ম। দ্য মেইন সমস্যা ইজ “এভরিথিং ক্লিয়ার দেখতে না পাওয়া”
জ্ঞা পি শি: (নিজেদের মধ্যে ফিসফিস করে) বেশ ভাল speaker
প জ্ঞা সু: সো ইন দিস ভেরী সমস্যাময় অবস্থা উই হ্যাভ টু ইউজ এন ওল্ড ডেইলি লাইফ যন্ত্র নেমড “ফাইকল”। দিস নেম ইজ টেকেন ফরম দ্য ভেরী রুরাল এলাকা নেমড “কোম্পানীগঞ্জ” অ্যাট “নোয়াখালী” জেলা লোকেটেড ইন চিটাগং ডিভিশন অব বাংলাদেশ। হোয়ার দ্য ভিলেজ পিপল স্পেল দিস ইন্সট্রুমেন্ট এজ “হ” আকারে “হা”, “র” ই কারে “রি”, “ক” এ-কারে “কে”, দন্ত্য “ন” == “ফাইকল”
জ্ঞা পি শি: ওয়াও !!!
প জ্ঞা সু: ক্যান আই মেড ইট ভেরী ক্লিয়ার টু ইউ?
জ্ঞা পি শি: :yes: its like ক লয় আকারে লা “কেলা”
প জ্ঞা সু: তো ঠিক আছে। আজকে আমার “ইন্সট্যান্ট নলেজ” বিতরন এই অবদিই। আগামীতে আরো কথা হবে, জ্ঞানের লেন-দেন হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
হারিকেন !!!
জ্বী দাদা। আপনে একেবারে সঠিক বুঝেছেন। 😀