Posted in কিভাবে কিভাবে যেন লিখে ফেললাম, ভালো লাগা, ভালোবাসা

সাত সুমুদ্দুর তের নদীর দেশ


রাতের আঁধার, ছেঁড়া মেঘ, খসে পড়া তারা
একটা কোলবালিশে মাথা রেখে উপুড় হয়ে শোয়া
আধখানা কাব্য আর নিশাচর পাখিদের ডাক
শোনা যাক তবে শোনা যাক।

কত কোলাহল, পৃথিবীর মানবকূল
কত শব্দ, নিঃশব্দ আর সময়ের পথচলা,
অসীম শূন্যতা, ঘন কালো আঁধারে
একা জেগে থাকা আর ইনবক্সে মেইলের অপেক্ষা…

কোন এক অজানার পথচলা
কবে হবে শেষ?
কবে যাবো, পাড়ি দোব
সাত সুমুদ্দুর তেরো নদীর দেশ।

লেখক:

রান্না করা, কম্প্যুটিং, ক্রিকেট

5 thoughts on “সাত সুমুদ্দুর তের নদীর দেশ

  1. আপনারা সবাই দেখবেন আমাদের প্রকাশিত এই কবিতা
    টাক বলে হায়…!! |
    চিন্তুকের ব্লগ
    http://www.chintuk.wordpress.com
    আমাদের খুব প্রিয় বড় ভাই তার দুঃখে আমরা দুঃখিত হয়ে এই কবিতা প্রকাশ করলাম।

    1. খুবই সুন্দর রম্য অনুকাব্য হয়েছে। বেশ ভালো। বাংলা বানানে একটু মনোযোগী হও। 🙂

লেখাটি পড়ে কেমন লাগলো মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.